1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

বাইকপ্রেমীদের পদচারণায় মুখর আইসিসিবি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৪২ বার পঠিত

বাইকারদের সবচেয়ে বড় মেলা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি)। দল বেঁধে দেশের বিভিন্ন জায়গা থেকে বাইকাররা ছুটে এসেছেন তাদের বহুল কাঙ্ক্ষিত প্রদর্শনীতে। করোনা মহামারিতে গত দুই বছর আয়োজন‌টি বন্ধ থাক‌লেও এবছর হাজারো বাইকপ্রেমীর পদচারণায় মুখর হয়ে উঠেছে আইসিসিবি।

বৃহস্পতিবার (২৩ জুন) থেকে সেমস গ্লোবাল ইউএসএ’র আয়োজনে শুরু হয়েছে ‘ষষ্ঠ ঢাকা বাইক শো-২০২২’। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘১৫তম ঢাকা মোটর শো ২০২২’, ‘পঞ্চম ঢাকা অটোপার্টস শো-২০২২’ এবং ‘চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো-২০২২’।

(২৫ জুন) শনিবার পর্যন্ত চলবে এসব প্রদর্শনী। এবারের আয়োজনে অংশ নিয়েছে ভারত, মালয়েশিয়াসহ আরও ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ২৮৭টি প্রদর্শক, ৫৩০টি বুথের মাধ্যমে অংশ নিয়েছে।

রাজধানী বারিধারা থেকে শো’তে এসেছেন শামিম হোসাইন। তিনি বলেন, এত লেটেস্ট বাইক এক স‌ঙ্গে একই স্থা‌নে দেখতে পারবো ভাবতেই পারিনি। জমকালো আয়োজন আর সবকিছু টেস্ট করে দেখতে পারছি। এ আয়োজন সত্যিই অসাধারণ।

প্রদর্শনীতে প্রায় ৬ থেকে ৭ জায়গায় রয়েছে হেলমেটের বুথ। গিয়ার এক্স তাদের বুথে সাড়ে ছয় হাজার থেকে ৫৫ হাজার টাকার হেলমেট নিয়ে এসেছে। তাদের এখান থেকে হেলমেট কিনলে থাকছে ১০ শতাংশ ছাড়। এত সুন্দর সব হেলমেট দেখে অভিভূত মিরপুর থেকে আসা তারিখ হাসান।

শো’তে মোটর গেম খেলার আয়োজন করেছে কয়েকটি বুথ। তাদের অন্যতম পেট্রোনাস লুব্রিকান্টস। সারি ধরে সবাই নাম লিখিয়ে গেম খেলছে। এই গেমে প্রথম হয়ে বুথ থেকে অনেকেই জিতে নিচ্ছে বিভিন্ন কোম্পানির টি-শার্টসহ নানা উপহার।

পেট্রোনাস লুব্রিকান্টসের ব্র্যান্ড ম্যানেজার জাকারিয়া খান বলেন, এখানকার প্রধান অংশগ্রহণকারী হচ্ছে বাইক কোম্পানিগুলো। এর সঙ্গে রয়েছে বাইকের অ্যাকসেসরিজ এবং লুব্রিক্যান্টস কোম্পানিগুলো। এছাড়া প্রাইভেটকারের বড় কোম্পাীন যেমন মিৎসুবিশি, হোন্ডা ও টয়োটাসহ একাধিক কোম্পানি অংশগ্রহণ করেছে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, মোটর শো’তে সবসময় হিউজ একটা ক্রাউড তৈরি হয়, যেখানে প্রোডাক্টের প্রদর্শনী ও বিক্রি উভয়ই খুব ভালো হয়। সবমিলিয়ে এ আয়োজন চমৎকার।

রাজধানীর উত্তরা থেকে আসা ইলিয়াছ জানান, প্রিমিয়াম বাইকগুলোতে হিউজ ডিসকাউন্ট থাকে এখানে। আবার এক জায়গায় সবরকম বাইক দেখার জন্যও এই প্রদর্শনী সবার কাছেই কাঙ্ক্ষিত। এছাড়া প্রোডাক্ট কিনলেও অনেক উপহার সামগ্রীও দিচ্ছে।

প্রদর্শনীতে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টের জন্য সার্ভিস ডিসকাউন্ট কুপন দিচ্ছে। টয়োটা কোম্পানি তাদের বুথ থেকে দিচ্ছে সার্ভিস ডিসকাউন্ট কুপন। রেজিস্ট্রেশন করার পর ২০ শতাংশ পর্যন্ত সার্ভিস ডিসকাউন্ট কুপন দিচ্ছে তারা।

বাংলাদেশের অটোমাবাইল সেক্টরের সবচেয়ে বড় ইভেন্ট এটা। প্রতিবছর এখানেই এই আয়োজন করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com