রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এসময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়। এ সময় ৫ জনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোলাগুলিতে নিহত দুইজন হলেন- জুম্মন (২৬) ও মিরাজ হোসেন (২৫)। তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহত মিরাজ ভোলার চরফ্যাশন উপজেলার মো. শাহজাহান আলীর ছেলে। আর জুম্মন শরিয়তপুরের গোসাইরহাট থানার আব্দুল সাত্তারের ছেলে। তারা দুজনই ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকতেন।
গ্রেফতাররা হলেন- মো. হোসেন (২৩), মো. মিরাজ (২৫), মো. আল আমিন (২৪), মমিনুল (২০) ও মো. মেহেদী (১৭)। গ্রেফতাররা সবাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার ৬ নম্বর গলিতে বসবাস করেন।
পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুইজন নিহত হন।
এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সুত্র:বিট্রি