সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পাবনার চাটমোহর উপজেলার চর নবীন লাঙলমোড়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মওলানা আব্দুস সামাদ (৬০) মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে ৪ মে রোববার দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া বাজারের কাছে।
নিহতের পারিবারিক সূত্র পারিবারিক সূত্র জানায়, রোববার দুপুরে শাহজাদপুর যাওয়ার পথে বাজারের নিকটে সিএনজির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ। মোটরসাইকেলে থাকা অপর আরোহী একই শিক্ষা প্রতিষ্ঠান ইফতেদায়ী শাখার প্রধান মাওলানা হাদীসুর রহমান (৫০) গুরুতর আহত হন।
তাকে বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, আব্দুস সামাদের পরিবার মরদেহ নেবার জন্য শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।