যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই) ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। গতকাল বৃহস্পতিবার প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সিনেটের ৫১ জনের মধ্যে ৪৯ জনই ক্যাশ প্যাটেলকে মনোনিত করেছেন। এর মধ্য দিয়ে প্যাটেলের এফবিআই প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। আগামী ১০ বছর এফবিআইয়ের পরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।
এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাটেল লিখেছেন, ‘আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে- কিন্তু আজই তা শেষ হয়ে যাচ্ছে।
এর আগে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ এই মিত্র অঙ্গীকার করেছেন, তিনি এফবিআই পুরোপুরি ঢেলে সাজাবেন।