যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিবাদ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে পড়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইউক্রেনের উচিত ছিল আগেই রাশিয়াকে কিছু এলাকা ছেড়ে দেওয়া। তাহলে যুদ্ধ শুরু হতো না। এর জবাবে জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের উচিত ইউক্রেন সম্পর্কে আরও বাস্তব তথ্য জানা।