চট্টগ্রামের মিরসরাইয়ের কিসমত জাফরাবাদ আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের মাটি ভরাট কাজে দুর্নীতি করে ৪৮ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহায়ন কর্তৃপক্ষের তিন প্রকৌশলী ও এক ঠিকাদারকে আসামি করে মামলা করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন গৃহায়নের নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী অলিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান ও ঠিকাদার মেসার্স হক কনস্ট্রাকশন প্রপার্টি ম্যানেজমেন্ট অ্যান্ড মেসার্স ইউটি মং (জেভি) মালিক মাঈনুল কবির।