বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষাভবন অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষাভবন অভিমুখে যাত্রা করলে কদম ফোয়ারা মোড়ে তারা পুলিশের বাধার মুখে পড়েন।
পুলিশের বাধার কারণে আন্দোলনকারীরা শিক্ষাভবনের দিকে যেতে পারেননি। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। আন্দোলনকারীরা কদম ফোয়ারার সামনে দাবি-দাওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষাভবনের সামনে যেতে না পেরে রাস্তায় বসে পড়েন তারা। এতে রাস্তায় সাময়িক যানযট সৃষ্টি হয়।
কদম ফোয়ারার সামনে প্রায় ৩০ মিনিটের বেশি অবস্থান করার পর আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ জন শিক্ষক প্রতিনিধি সচিবালয়ে যান। এরপরে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরে আসেন।
একই দাবিতে গত পাঁচ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এদিকে এমপিওভুক্ত (স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত সর্বজনীন বদলির দাবিতে ৯ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারীরা। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন বলে ঘোষণা দেন।
পরে দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষাভবন অভিমুখে পদযাত্রা করার সময় পুলিশ তাদের শিক্ষাভবন মোড়ে আটকে দেয়। এ সময় আন্দোলনকারীরা তাদের দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় ১০ মিনিট শিক্ষাভবন মোড়ে আন্দোলনকারীরা অবস্থান করার পর আবারও প্রেসক্লাবের সামনে ফিরে আসে। এরপর আন্দোলনকারীদের পক্ষ থেকে আট জনের একটি প্রতিনিধি সচিবালয়ে গিয়েছেন বলে জানা গেছে। বিট্রি