1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লা জজ‌কো‌র্ট এলাকায় মামলার বাদীর উপর হামলা, আটক ২ সাভা‌রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭ জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে : এনবিআর চেয়ারম্যান দাবি আদায়ে অনড় – কুয়েট শিক্ষার্থীরা অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব না- উপ‌দেষ্টা সাখাওয়াত মা‌র্কিন গো‌য়েন্দা সংস্থা এফ‌বিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল আজ আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌স: শহীদ মিনা‌রে শ্রদ্ধা নি‌বেদন শিক্ষকদের পদ যাত্রায় পুলিশের বাধা রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর গু‌লি‌তে দুজন নিহত,আটক ৫ জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের দুই সচিব,১৮ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে : এনবিআর চেয়ারম্যান

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত

আগামী অর্থবছর অর্থাৎ জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, যারা নিয়ম মেনে কর দিচ্ছেন, আগামী বাজেটে তাদের কিছু সুবিধা দেওয়া হবে। এনবিআর যেই জায়গাগুলোতে একটু বেশি কড়াকড়ি করেছে, সেগুলো সহজীকরণের একটা ম্যাসেজ আপনারা পাবেন।

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর মিলনায়তনে আমদানি-রপ্তানি হাব ও শুল্কের আধুনিকায়নে কৌশলগত পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তি‌নি বলেন, কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের কাছ থেকে যাতে সহজে কর আদায় করা যায়, এ জন্য আইন-কানুনে অনেক বেশি অ্যাগ্রেসিভ মেজার নিয়েছি। আমরা চেষ্টা করব, পুরাটা উঠাতে পারব না। অনলাইন রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে সমস্যাগুলো শুনতে সেমিনার করব। এরপর সমস্যাগুলোগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছরের পহেলা জুলাই থেকে অনলাইন রিটার্নকে পুরোপুরি বাধ্যতামূলক করতে পারি। একইভাবে করপোরেট ট্যাক্স রিটার্নটাও অল্টারনেট করার কাজ শুরু করেছি।

অডিট সিলেকশনও অটোমেশন করা হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, কমপ্ল্যায়েন্ট ট্যাক্স পেয়াররা যাতে হয়রানির স্বীকার না হন, সেজন্য আমরা বলেছি, অডিট সিলেকশন হবে অটোমেটেড পদ্ধতিতে। সেটা করতে গেলে আমার টাকা লাগবে। পেপার রিটার্ন দিলে আমরা টাকা পাব না। সেটা করতে পারব না। সে কারণে আমরা পরীক্ষামূলকভাবে আলোচনা করে কিছু কিছু খাতে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করেছি। ফলাফল বেশ ভালো, আমরা ফিডব্যাক পেয়েছি।

এক্সপোর্ট-ইমপোর্ট হাব প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, যারা পুরনো প্লেয়ার তারাই সব দখল করে আছে। অথচ দেশ বড় হচ্ছে, নতুন নতুন প্লেয়াররা মার্কেটে আসার চেষ্টা করছে। প্রায় আমরা শুনি যে, অলিগার্ক তৈরি হয়েছে। সবখানেই অল্প কয়েকজন ব্যবসার সঙ্গে থাকছে। নতুন ব্যবসায়ীদের আনতে চাইলে তাদের সব প্রশ্নের জবাব এক জায়গায় থাকতে হবে। এক্সপোর্ট- ইমপোর্ট হাবে আমরা সেই ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, ফিকির সভাপতি জাভেদ আখতার প্রমুখ। অনুষ্ঠানে দেশের ১০টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ দেয় এনবিআর শুল্ক বিভাগ। এ সনদ দিয়ে কোম্পানিগুলো কাস্টমসের প্রক্রিয়া সম্পাদনে বিশেষ সুবিধা পাবে।

সনদ পাওয়া ১০ প্রতিষ্ঠান হচ্ছে- ইনসেপ্টা, পপুলার ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস; ফেয়ার ইলেকট্রনিকস, এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট, বিএসআরএম, জিপিএস ইস্পাত, টোয়া পার্সোনাল প্রটেক্টিভ ডিভাইস বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ ও ইউনিলিভার বাংলাদেশ। আস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com