দীর্ঘদিন পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই কুমিল্লা মহানগরসহ বরুড়া উপজেলা সদরে পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নতুন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দক্ষিণ জেলা যুবদল নেতা আকিবুর রহমান আকিব। এসময় তিনি নগরীর ৩নং ওয়ার্ডের রেইসকোর্স এলাকা থেকে শোডাউন করে কান্দিরপাড় যান। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো: মনিরুল হক সাক্কুর রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে তিনি দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করলেও এবার রাজনীতির মাঠে প্রকাশ্যে এসে নিজের অবস্থান জানান দিয়েছেন। তিনি কুমিল্লার মানুষের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন।
নতুন কমিটিতে জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক ও আশিকুর রহমান মাহসুদকে সদস্য সচিব করায় যুবদল নেতা আকিবুর রহমান আকিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের জাকারিয়া তাহের সুমন বলেন, “সবার সহযোগিতায় ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলা হবে। এতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা স্থান পাবেন। দলীয় গঠনতন্ত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে শক্তিশালী করা হবে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে নতুন কমিটি গঠনের বিষয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছিল। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো।