বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা দেওয়া নতুন রাজনৈতিক দলের ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্ট সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একথ জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শুরু হওয়া আন্দোলন একসময় গণঅভ্যুত্থানে রূপ নেয়, যেখানে বিপ্লবী ছাত্রসমাজের অবদান ছিল অনস্বীকার্য। এবার সেই তরুণরাই এগিয়ে আসছেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে।