চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক সুজন দেকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, গ্রেফতার সুজন দে রাউজানের ইয়াছিন নগর গ্রামের বাসিন্দা।
এর আগে ১৭ জুন (শুক্রবার) রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে কক্সবাজারের চকরিয়ায় গ্রামের বাড়ি যাওয়ার সময় বাসের চাপায় নিহত হন পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম। মারুফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক সুজন পালিয়ে গেলেও হেলপার সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন ঘটনাস্থলে উস্থিত লোকজন। এ ঘটনায় মারুফের মা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।