ভালো কাজের আশ্বাসে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশিকে বেনাপোল বন্দরে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিট আইনে তাদের দেশে ফেরত পাঠায়।
ওই বাংলাদেশিরা হলেন- কক্সবাজারের জেসমিন আক্তার, যশোর মনিরামপুরের সামাদ আলী, নুসরাত জাহান ও রিনি খাতুন এবং সাতক্ষীরার কাজল।
পুলিশ ও এনজিও কর্মীরা জানান, ভালো কাজের আশ্বাসে সীমান্তপথে তিন বছর আগে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাঁই হয় ভারতীয় একটি মানবাধিকার সংস্থায়।
এরপর ভারত ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার আসার সুযোগ পান।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল চেকপোস্ট থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে এনজিও সংস্থা গ্রহণ করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায় দেয়া হবে।