বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) বিভিন্ন শাখায় কর্মরত ৮ কর্মকর্তা-কর্মচারী ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
বুধবার (২৯ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারে সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- উপ-ব্যবস্থাপক (গ্রাউন্ড সার্ভিস কর্মকর্তা) মোহাম্মদ আব্দুস সাত্তার, ফাইন্যান্স ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক (কাঠমান্ডু), সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুদ্দীন রাজী, সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা) নুরুল হক, কনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বেনজীর আহমেদ, জুনিয়র প্লানিং কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রশাসনিক তত্ত্বাবধায়ক কাজী রাজিব হোসেন এবং প্রশাসনিক সহকারী মো. আমিনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দিতে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭’ প্রণয়ন করে। এ নীতিমালার আওতায় যাচাই-বাছাই শেষে বিভিন্ন পরিদপ্তর, বিভাগ, শাখা থেকে ৮ জনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করে। বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল এ কর্মকর্তা-কর্মচারীদের হাতে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেন। জানি