অবৈধভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে বোতলজাত ভেজাল সয়াবিন বিক্রির অপরাধে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় দুই হাজার ৭০০ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়।
শুক্রবার (২৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৭।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে বিএসটিআইর লোগো ব্যবহার ও বোতলজাত করে ভেজাল সয়াবিন বিক্রি করায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন হালিশহর এলাকার এএসএস কর্পোরেশন নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, হালিশহর এলাকার এএসএস কর্পোরেশন দীর্ঘদিন যাবত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে ভেজাল সয়াবিন তেল বোতলজাত করে আসছিল।
তিনি জানান, প্রথমে তারা খোলা বাজার হতে নিম্নমানের ভেজাল ও খোলা সয়াবিন তেল সংগ্রহ করে। এরপর অননুমোদিতভাবে বিএসটিআইর লোগো ব্যবহার করে রমনী ফর্টিফাইড সয়াবিন তেল নাম দিয়ে প্লাস্টিকের জারে ভর্তি করে বাজারজাত করতো।
সাধারণ ভোক্তারা না জেনে এসব ভেজাল তেল কিনে প্রতারিত হচ্ছেন। তাছাড়া এসব তেল খেয়ে ভোক্তারা শরীরে নানা রকম রোগ-ব্যাধিসহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
গ্রেফতার হুমায়ুন কবির ভোলা জেলার দৌলতখান থানাধীন রড়দলি গ্রামের মৃত মো. আবু তাহেরের ছেলে। তাকে মামলা পরবর্তী বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।