দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা আজ রোববার সকালে পদত্যাগ করেছেন। এ বিষয়ে মো. মোমতাজ উদ্দিন ফকির গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছি।’ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বলেছেন মুরাদ রেজাও।
মো. মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা দুজনেই ২০১০ সালের ১ জুলাই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান।এদিকে, গত বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি মারা গেলে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে গত ৮ অক্টোবর নিয়োগ পান এ এম আমিন উদ্দিন।