রাজধানীর বঙ্গবাজারের অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
রোববার সকাল সোয়া ১১ টায় বঙ্গবাজারের বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের হাতে ২৬ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। এই ২৬ লক্ষ টাকার মধ্যে সংসদ সদস্য হাজী বাহার ১০ লক্ষ টাকা,
কুমিল্লা দোকান মালিক সমিতি ১০ লক্ষ টাকা, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত ৫ লক্ষ টাকা ও প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি ১ লক্ষ
টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক
সমিতির মহাসচিব জহিরুল ইসলাম ভূইয়া, কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন, প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবদুল্লাজ আল ফাত্তাহ, সাবেক সদস্য মোঃ মোখলেছুর রহমান, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন
রনী, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য ফয়েজ আহাম্মেদ, মোঃ ছিদ্দিকুর রহমান, কামাল কাশেম ভূইয়া, শাহাদাৎ খান
সুমন, মোস্তাফিজুর রহমান বিপুসহ আরো অনেকে।
সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার বলেন, আমি ঘোষনা দিয়েছিলাম ১০ লক্ষ টাকার। আমার অনুরোধে কুমিল্লা দোকান মালিক সমিতি ১০ লক্ষ, সিটি মেয়র
৫ লক্ষ ও প্যানেল মেয়রের দেয়া ১ লক্ষ টাকাসহ মোট ২৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছি। আমাদের সাংবাদিকদের কারনে আজকে সারা বাংলাদেশের মানুষ, যারা সহানুভূতিশীল, যারা মানুষের পক্ষে কাজ করে, তারা এগিয়ে আসছে। আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বাংলাদেশের সকল সুহৃদ মানুষকে বলব, আসুন আমরা সকলে মিলে যদি কাজটা করি, আমরা ঐক্যবদ্ধভাবে যদি তাদের সাহায্য করি, অতিসত্তর তারা আবার আগের জায়গায় পৌছতে পারবে।