কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন ময়মনসিংহ সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
দুর্যোগ ব্যবস্থাপনায় অধিদপ্তারাধীন সংযুক্ত কর্ম কর্তা- কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে ২২ সেপ্টেম্বর বুহসপতিবার সকাল ৮ টা থেকে বিকেলে অফিস চলাকালীন সময় পর্যন্ত পূর্ণ দিবসের এই কর্ম বিরতি পালন করেছেন তিনি।
এর পূর্বেও গত ১২ সেপ্টেম্বর সোমবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চারদিন ব্যাপী অর্ধ দিবস কর্মবিরতি শেষে বৃহস্পতিবার দুপুরে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মরকলিপি প্রদান করেন। পূর্ণ দিবস কর্মবিরতিতে ময়মনসিংহের সদর পিআইও মনিরুল হক ফারুক রেজা-সহ কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্ম কর্তা- কর্মচারীরা অংশ গ্রহন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পুর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। এই পুর্ণদিবস কর্মবিরতির সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চালিয়ে যাওয়া হবে।
তবে আগামী শনিবার ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি এ ব্যাপারে সিদ্বান্ত দিবেন। তারা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন পিআইও মনিরুল হক ফারুক রেজা।