রাজধানীর বনানী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সোহাগ মিয়া ও মোঃ সোহেল। এসময় তাদের হেফাজত হতে ৪২ কেজি গাঁজা, ২০০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। রবিবার (১৭ অক্টোবর)রাত ৮:৩৫ টায় বনানী থানার মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি কালো রংয়ের প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ উত্তরা থেকে মহাখালীর দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বনানী থানার মহাখালী কাঁচাবাজার এলাকায় অবস্থান গ্রহণ করে গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় একটি কালো রংয়ের প্রাইভেটকার উক্ত স্থানে আসলে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল প্রদান করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেটকারের চালক সোহাগ ও তার সহযোগী সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে প্রাইভেটকারের ব্যাকডালার ভিতরে রাখা ৪২ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।