পুলিশ সুপার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার, ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে পুলিশ সুপার টাঙ্গাইল জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
১০ অক্টোবর, ২০২১ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।সুত্র:ডিএমপি