রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ৭০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ জুয়েল হোসেন। বৃহ:পতিবার বিকেলে বংশালের সৈয়দ নজরুল ইসলাম সরণী(নর্থ সাউথ রোড) থেকে তাকে এ বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম (বার) জানান, মহানগরীতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, নর্থ সাউথ রোডে সুরিটোলা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর একজন মোটর সাইকেলসহ ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একব্যক্তি পালানোর চেষ্টা করলে জুয়েল নামের একজনকে গ্রেফতার করা হয়। তার নিকটে থাকা স্কুল ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৩৫টি পলিপ্যাকে থাকা ৭০০০ পিস ইয়াবা। জব্দকরা হয় একটি বাজাজ মোটর সাইকেলও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত জুয়েল কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরীসহ আশপাশ এলাকায় বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে এবং সে ইতোপূর্বে ২০১৯ সালে গেন্ডারিয়া থানায় মাদকসহ গ্রেফতার হয়েছিলো বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।