রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াবা ও আইসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- বিজিবি সৈনিক আরিফুর রহমান, বিজিবির ভূয়া অফিস সহকারী মোঃ সিরাজুল ইসলাম ও মমতাজ বেগম। বৃহস্পতিবার দুপুর ৩:২৫টায় মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গুলশান জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ও আইস বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আরিফুর, সিরাজুল ও মমতাজকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের হেফাজত হতে ১৮,০০০ পিস ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম আইস, ০১টি আর্মি রংয়ের জলছাপযুক্ত অফিস ব্যাগ, সাদা ও হলুদ রংয়ের দুইটি শপিং ব্যাগ ও বর্ডারগার্ড বাংলাদেশ এর লোগো সম্বলিত দুইটি ভূয়া আইডি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আরিফুর বর্ডারগার্ড বাংলাদেশের সিপাহী হিসাবে কর্মরত থাকলেও গত ২০১৯ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। গ্রেফতারকৃত সিরাজুলের নিকট হতে প্রাপ্ত বর্ডারগার্ড বাংলাদেশ এর পরিচয়পত্রটি জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করেছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ও আইস ক্রয় করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পৃথক মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।