চুরি হওয়া স্বর্ণালংকারসহ গৃহকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃত গৃহকর্মীর নাম স্বপ্না আক্তার। এসময় তার হেফাজত থেকে ডায়মন্ডের ব্রেসলেটসহ আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার উদ্ধারমূলে জব্দ করা হয়।
২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার ও গৃহকর্মীকে গ্রেফতার সম্পর্কে গোয়েন্দা রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএম জানান, গত ২০ আগস্ট ২০২১ বেইলি রোডের একটি বাসা থেকে চারটি ডায়মন্ডের আংটি ও একটি ডায়মন্ডের ব্রেসলেটসহ ৫১ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই বাসার গৃহকর্মী স্বপ্না পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় একটি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা রমনা জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ২৮ সেপ্টেম্বর, ২০২১ (মঙ্গলবার) রাত ১১:০০ টায় মিরপুর মাজার রোড এলাকা থেকে স্বপ্না নামের ওই গৃহকর্মীকে গ্রেফতার করে চোরাই স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয় ।