রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবুল বাশার ও শোভনা আক্তার ওরফে শোভা। এসময় তাদের হেফাজত হতে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।২৭ সেপ্টেম্বর, ২০২১ (সোমবার) বেলা সাড়ে চারটায় বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী জানান, মৌচাক ও আশেপাশে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন তথ্য আসে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী জেলা বি-বাড়ীয়া হতে ইয়াবা ও গাঁজা নিয়ে এসে বিক্রয়ের জন্য মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত বাশারের নিকট হতে আট কেজি গাঁজা ও ৪ হাজার ৮০০ পিস ইয়াবা এবং শোভানার নিকট হতে চার কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা বি-বাড়ীয়া হতে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। এ সংক্রান্তে বাড্ডা থানায় মামলায় রুজু হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল ইসলাম, বিপিএম, এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টিম লিডার) মোঃ কায়সার রিজভী কোরায়েশী এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।