রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পূর্ব থানা পুলিশ।গ্রেফতারকৃতদের নাম- মোঃ রুহুল আমিন ও মোঃ কাজল। এসময় তাদের হেফাজত থেকে ৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন, ২৮ সেপ্টেম্বর, ২০২১ (মঙ্গলবার) দুপুর ৩:১০ টায় উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।