সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’ শিরোনামে কিশোর অপরাধবিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও র্যাব নির্মিত টিভিসি উদ্বোধন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এ টিভিসির উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
টিভিসি সম্পর্কে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম মনি বলেন, ২০১৭ সালে রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যাকাণ্ডের মাধ্যমে কিশোর গ্যাং সংস্কৃতি আলোচনায় আসে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূলহোতাসহ বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে র্যাব। পরে উত্তরা, গাজীপুরসহ বেশ কয়েকটি জায়গায় স্কুলছাত্র শুভসহ আরও কয়েকটি হত্যাকাণ্ড সমালোচিত হয়। কিশোর গ্যাং নামক অপসংস্কৃতি রোধকল্পে র্যাব এসব হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেফতার করে। ২০১৬ সাল থেকে র্যাব এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের ৫৪২ জন সদস্যকে গ্রেফতার করেছে।
কিশোর গ্যাংয়ের কুফল বর্ণনা করে তিনি বলেন, অপরাধপ্রবণতা থেকে ভবিষ্যৎ জীবন অন্ধকারে নিমজ্জিত হতে পারে। পরিবারের এক সন্তান গ্যাং সদস্য হলে অন্য সন্তানের প্রতি ঝুঁকি তৈরি হচ্ছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রের মাধ্যমে অন্য ছাত্র গ্যাং কালচারে অভ্যস্ত হওয়ার প্রবণতা তৈরি হতে পারে। একই ধারায় পাড়া-মহল্লায় গ্যাং সদস্যদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সমাজে মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
মেজর রইসুল আজম মনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় কিশোর অপরাধবিরোধী সামাজিক প্রচারণার অংশ হিসেবে টিভিসি তৈরি করা হয়েছে। এতে সমাজে কিশোর অপরাধ যেমন হ্রাস পাবে তেমনি কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে সবাই সজাগ হবে।