রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ শাহীন, মোঃ সুলেমান ও মোঃ জহির।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, ১৯ ও ২০ সেপ্টেম্বর, ২০২১ পৃথক অভিযানে শাহীন, সুলেমান ও জহিরকে গ্রেফতার করা হয়।
বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, নির্ভরযোগ্যে তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর ১৯:০৫ টায় ডেমরার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাসার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার পিস ইয়াবা। আর গ্রেফতার করা হয় শাহীন ও সুলেমানকে। ওই বাসা থেকে জব্দ করা হয় একটি রেজিস্ট্রেশন বিহীন ইয়ামাহা এফজেড-২ মোটরসাইকেল।
তিনি আরও বলেন, শাহীন ও সুলেমানকে জিজ্ঞাসাবাদে তারা আরো দুই জনের নাম বলে। যারা এই ইয়াবা ওই মোটর সাইকেলে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে। পরবর্তী সময়ে অর্থাৎ ২০ সেপ্টেম্বর সকাল ০৯:১৫টায় ঢাকার টিকাটুলির জয়কালী মন্দিরের সামনে থেকে গ্রেফতার করা হয় জহিরকে।
ডেমরা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।