রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ তাহের মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, রোববার ১৯ সেপ্টেম্বর, সন্ধায় শাহআলীর মুক্তিযোদ্ধা মার্কেটের একটি দোকান থেকে তাহেরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ ও সেক্স টয়।
গ্রেফতারকৃত আসামি এসব আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ চীন থেকে আমাদানী করে থাকেন। শাহআলী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।