প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতকারী মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক হোসাইন হায়দার আলীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর কোতয়ালী থানা পুলিশ।
সিএমপির কোতয়ালী থানা সূত্রে জানানো হয়, সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী হোসাইন হায়দার আলী মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তিনি বিগত ২০১২ সালে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নিয়ে নিজেকে আত্মগোপন করেন।
বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করলে উক্ত মামলা সমূহের বিচার কার্যশেষে বিজ্ঞ আদালত বিভিন্ন মামলায় প্রায় ১০০ কোটি টাকার অর্থদন্ড প্রদান করে এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে।
আসামীর বাড়ি এবং প্রতিষ্ঠান কোতোয়ালী থানায় হওয়ায় উক্ত গ্রেফতারি পরোয়ানাসমূহ কোতোয়ালী থানায় আসে। আসামী সাজা ভোগ না করার জন্য নিজেকে আত্মগোপনে রাখেন।
কোতয়ালী থানার একটি টিম বিশ্বস্ত সূত্রে আসামীর সম্পর্কে খোঁজখবর নিয়ে ১৭ সেপ্টেম্বর, ২০২১ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। হোসাইন হায়দার আলীকে গ্রেফতারের মাধ্যমে কোতোয়ালী থানায় ১০টি গ্রেফতারি পরোয়ানা তামিল হয়।