থানা সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর, ২০২১ রাত্র ০১:৩০ টায় মিরপুর মডেল থানা এলাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এর পিছনে ফুটপাতের উপর মৃতদেহটি পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে ডিউটি অফিসার মিরপুর মডেল থানা (০১৩২০-০৪১১২৯) অথবা অফিসার ইনচার্জ, মিরপুর মডেল থানা (০১৩২০-০৪১১২২) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।