টাঙ্গাইলের মির্জাপুরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যাংক কর্মকর্তাকে মারপিটের পর ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের মারপিটে গুরুতর আহত ওই কর্মকর্তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম প্রাইম ব্যাংক মির্জাপুর শাখার সিনিয়র অফিসার পদে কর্মরত। তার বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার ঝিকড়া গ্রামে।
জানা গেছে, বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম সন্ধা সাড়ে সাতটার দিকে বাড়ির উদ্দেশ্যে মির্জাপুর বাইপাস স্টেশনে যান। তখন একটি মাইক্রোবাসের চালক সিরাজগঞ্জে যাওয়ার জন্য যাত্রীদের ডাকছিলেন। তখন জাহাঙ্গীর আলমসহ অন্য আরও তিন ব্যক্তি ওই মাইক্রোবাসে উঠেন। মাইক্রোবাস ছাড়ার দুই মিনিট পড়েই ভেতরে থাকা অন্য যাত্রীরা ওই ব্যাংক কর্মকর্তার চোখ-মুখ, হাত-পা বেঁধে ফেলে। ছিনতাইকারীরা তাকে মারপিট করে কাছে থাকা নগদ টাকা ও ব্যাংক কার্ড নিয়ে নেয়। পরে ব্যাংক কার্ডের পাসওয়ার্ড নিয়ে তার হিসেব থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় ছিনতাইকারীরা। পরে উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় তাকে ফেলে রেখে ফেলে যায় তারা।আহত অবস্থায় স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে কুমুদিনী হাপসাতালে ভর্তি করেন।