হজ ফ্লাইট শুরুর দ্বিতীয় দিনে ঢাকা ছেড়ে গেছেন ৪০৬ হজযাত্রী। তবে এই ফ্লাইটে নয়জন যাননি।
সোমবার (৬ জুন) দুপুরে হজ অফিসের পরিচালক যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম একথা জানান।
তিনি বলেন, বিমানের ধারণ ক্ষমতা ৪১৫ জন। তবে আজকে ৪০৬ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। বাকি নয়জন রিপোর্টিং করেননি।
শেষ মুহূর্তেও তারা কেন হজক্যাম্পে রিপোর্ট করেননি তা জানাতে পারেননি হজ অফিসের এই কর্মকর্তা।
এর আগে রোববার (৫ জুন) ৪১০ হঃহজযাত্রী নিয়ে সৌদি আরব যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট।
এ বিষয়ে হজ অফিসের পরিচালক বলেন, যারা প্রথম ফ্লাইটে গেছেন, তারা সুস্থভাবে সেখানে পৌঁছাতে পেরেছেন বলে খবর পেয়েছি।
ভিসা প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি ফ্লাইট শুরু হবে ৯ তারিখ থেকে। যারা বেসরকারিভাবে যাবেন, তাদের মধ্যে দুই হাজার ২০০ জন যাত্রীর ভিসা হয়ে গেছে। আশা করি বাকিগুলোতেও কোনো ঝামেলা হবে না। আমাদের হাতে আর দুদিন সময় আছে। এর মধ্যে আর কোনো সমস্যা হবে না আশা করি।
করোনা পরীক্ষা প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম বলেন, বেশিরভাগ যাত্রীই নিজেদের মতো করে করোনা পরীক্ষা করান। আমাদের ক্যাম্পে পরীক্ষার জন্য খুব কম আসেন। প্রথম ফ্লাইটে যিনি করোনার জন্য বাদ পড়েছেন, তিনি হজ অফিসেই আসেননি। তিনি তার মতো করে চলে গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।