রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) “সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণেই সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে” শীর্ষক এক ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর, শনিবার বিকাল ৩ টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার)। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়্যারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সময়োপযোগী বিষয়টি আজকের বিতর্কের জন্য বেছে নেওয়ায় স্পিকারকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিনার মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার) বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হয়েছে। যার একটি হল তথ্য প্রযু্ক্তির উন্নয়ন। বিষয়টাকে আরো ভিন্ন মাত্রায় নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। যদি এটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে সেটি ডিজিটাল বাংলাদেশের প্রতিফলন।
আর যদি নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার বাস্তব উদাহরণ। যারা এই দেশের সুমহান সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মগুলোকে বেছে নিয়েছে।
কোমলমতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনটা তাদের জন্য ভালো আর কোনটা খারাপ সে সমন্ধে ধারণা থাকতে হবে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের এ বিষয়ে এগিয়ে আসতে হবে যাতে তারা কোন খারাপ পথে ধাবিত না হয়।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ক্রমেই বেড়ে চলছে। অপপ্রচারকারীরা নামে-বেনামে ইউটিউব চ্যানেল, ফেসবুক, আইপি টিভি, অনলাইন পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। তথাকথিত ব্রেকিং নিউজের নামে নানা গুজবের ভিডিও বানিয়ে গায়েবি খবর ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এসময় ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়্যারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ৮ দফা সুপারিশ উপস্থাপন করেন।