গাজীপুরের শ্রীপুরে সিগন্যাল দেওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত চালকসহ অটোরিকশাটি আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাওনা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল কমল দাসকে এক কিলোমিটার এলাকা ঝুলিয়ে নিয়ে যান আটককৃত অটোরিকশাচালক জনি আহমেদ (২৪)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে।