পুলিশ ও এলাকাবাসী জানায়, ফুলতলা বাজারের জামিরা সড়কস্থ ঢাকা আবাসিক হোটেলের মালিক ও রাহাত শেখের পুত্র বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ফরিদ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া কাকলী গাঙ্গলীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।কিন্তু সে রাজি না হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে বিল্লাল চুপিসারে ঐ নারীর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা ও মারপিট করে। বিষয়টি জানাজানি হয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য শেখ আঃ রশিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম কচি ভুঁইয়া, রনজিৎ কুমার বোসসহ অন্যান্যরা শুনতে আসলে বিল্লাল তাদেরকেও অপদস্থ করে।
body stripe polo shirt
Advertising
এ
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামিরা সড়কস্থ ব্যবসায়ীর আইডিয়াল মোড় থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীসহ এলাকাবাসী রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ এলাকাবাসী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকলে ঐ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এক ঘন্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে তার বাড়ি থেকে বিল্লাল হোসেনকে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কাকলী গাঙ্গলী বাদী হয়ে বিল্লালকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-০১) করেন। আটককৃত বিল্লালের বিরুদ্ধে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন, মাদক ব্যবসা, ছিনতাই এবং চাঁদাবাজিসহ অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।