৪ দিনের সফরে পর্তুগালে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর হচ্ছে পর্তুগালে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার লিসবনে ওইদেশের সংসদের ভাইস-প্রেসিডেন্ট আদাও হোসে ফনসেকা সিলভার সঙ্গে বৈঠক করেন শাহরিয়ার আলম। এসময় বাংলাদেশে দূতাবাস খোলার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আলোচনায় পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের অবদানের কথা বলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। পর্তুগিজ বিশ্ববিদ্যালয়ে আরও বাংলাদেশি শিক্ষার্থী যাতে পড়তে পারে সেজন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুদেশের সংসদ সদস্যদের মধ্যে একটি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনেরও প্রস্তাব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে ইতিবাচক সাড়া দেন সিলভা। বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।