কম দামে কেনা পুরোনো বোতল খুলে নতুন দামে বিক্রির অভিযোগে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার ছোটপুল এলাকার বিসমিল্লাহ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১২ মে (বৃহস্পতিবার) দুপুরে পরিচালিত এ অভিযানে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়। অভিযানের সময় পাওয়া এক হাজার ১৫ লিটার তেল পুরোনো দামে খোলাবাজারে তাৎক্ষণিক বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার নগরীর ছোটপুল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের আগে বিসমিল্লাহ স্টোর নামের দোকানটিতে বোতলজাত সয়াবিন তেল নেই বলে জানালেও অভিযানের সময় প্রতিষ্ঠানটির গুদামে বোতলজাত এবং ড্রামভর্তি সয়াবিন তেল পাওয়া যায়। গোডাউনে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের ৫ লিটারের অসংখ্য খালি বোতল। বোতলগুলোর স্টিকারও তুলে ফেলা হয়েছে। কয়েকটি বোতলের স্টিকারে ৫ লিটারের সর্বোচ্চ খুচরা মূল্য দেখা গেছে ৭৬০ টাকা। মূলত তারা আগের পুরোনো দরে কেনা ৫ লিটারের এসব বোতল খুলে ড্রামভর্তি করে এখন ১৮০ থেকে ১৯০ টাকা লিটারে বিক্রি করছিল। অভিযানের আগে প্রায় ৫০০ লিটার বোতলজাত তেল খুলে তারা ড্রামে নিয়েছে বলে স্বীকার করেছে। আমরা অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ১৫ লিটার সয়াবিন তেল পেয়েছি। যেগুলো আগের দামে খোলাবাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়।