1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ০১ মার্চ ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সরকারি গুদাম ভাড়া নিয়ে ২০ হাজার লিটার তেল মজুত

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৫৬ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। এ সময় শহিদুল ইসলাম স্বপন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার তাহেরপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। জব্দ তেলের মধ্যে ১৯ হাজার ৩৮০ লিটার সয়াবিন ও এক হাজার ২০ লিটার সরিষার তেল। স্বপন বাগমারা উপজেলার আলহাজ ইসমাইল হোসেনের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, তাহেরপুর বাজারে একটি সরকারি গুদাম রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটা ভাড়া নিয়ে ব্যবহার করেন। ওই গুদামে টিসিবির পণ্য থাকতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়।

তিনি আরও জানান, ১০০ ড্রাম তেলের মধ্যে ৯৫ ড্রামে সয়াবিন তেল। প্রতি ড্রামে তেল রয়েছে ২০৪ লিটার। সেই হিসাবে সয়াবিন তেল রয়েছে ১৯ হাজার ৩৮০ লিটার। আর পাঁচ ড্রামে রয়েছে এক হাজার ২০ লিটার সরিষার তেল। অভিযানকালে মালিক স্বপনকে আটক করা হয়। একই সঙ্গে তার গুদাম সিল করে দেওয়া হয়েছে। স্বপনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সনাতন চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার অলক বিশ্বাস ও বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com