রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ মঈন উদ্দিন ও মোঃ ফয়সাল।
বৃহস্পতিবার ১৮ অক্টোবর বিকেলে ৪৩ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে মা-রাধুনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন তথ্য আসে যে, কয়েকজন মাদক ব্যবসাী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য মৌচাক এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মা-রাধুনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মঈন ও ফয়সালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রমনা মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার) শাহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।