রাজধানীর মিরপুর এলাকা থেকে ইয়াবা ও আইসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- আঃ কুদ্দুস, মোসাঃ আনোয়ারা বেগম ও কাওসার আহাম্মেদ। বুধবার ১০ নভেম্বর সকাল ৯ টায় মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, তিনজন মাদক ব্যবসায়ী মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নেওয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও ক্রিস্টাল মেথড আইসসহ কুদ্দুস, আনোয়ারা ও কাওসারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৫০ পিস ইয়াবা ও ১ গ্রাম ক্রিস্টাল মেথড আইস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।