রাজধানীর বংশাল থানার সিদ্দিক বাজার এলাকায় ক্লুলেস পান্না হত্যার আসামী গ্রেফতারসহ লুন্ঠিত হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ আরিফ গাজী। বুধবার (৩ নভেম্বর, ২০২১) খিলগাঁও থানার নন্দীপাড়ার ছোট বটতলায় আসামীর ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ নাগরিক খবরকে জানান, গত ২৪ সেপ্টেম্বর বংশালে সিদ্দিক বাজার এলাকায় পান্না নামের একজন নারী খুন হন। সে ঘটনাটি ছিলো সম্পূর্ন ক্লুলেস। এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি লালবাগের কোতয়ালী জোনাল টিম ছায়া তদন্ত শুরু করে।
গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বুধবার (৩ নভেম্বর, ২০২১) খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকা থেকে আরিফ গাজী নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় ভিকটিমের ব্যবহৃত একটি SAMSUNG J4 plus মোবাইল ফোন উদ্ধা করা হয়।
গ্রেফতারকৃত আরিফ ডিবি পুলিশকে জানিয়েছে, সে নিহত পান্নার বড় ছেলের স্ত্রী’র বাল্য বন্ধু ছিলো সেই সুবাদে ভিকটিমের সহিত পূর্ব পরিচিত এবং তাদের বাসায় আসা-যাওয়া করতো। ঘটনার দিন গত ২৪/১০/২০২১ তারিখ অনুমান সন্ধ্যা সাতটায় মোঃ আরিফ গাজী ভিকটিমের বাসায় যায় ও ভিকটিমের সহিত কথাবার্তা বলে এবং চা নাস্তা খায়। দীর্ঘসময় কথাবার্তা বলার এক পর্যায়ে রাত অনুমান ০৯:৩০ টায় রুমের কাট আউট পড়ে বিদ্যুৎ চলে যায়।
বাসায় অন্য লোক না থাকায় ভিকটিম পান্না বেগমকে একা পেয়ে গ্রেফতারকৃত মোঃ আরিফ গাজী ওয়ারড্রপের উপরে থাকা চাকু দিয়ে ভিকটিম পান্না বেগম এর পিঠে সজোরে আঘাত করে। ভিকটিম আঘাতপ্রাপ্ত হয়ে চিৎকার করলে আসামী ভিকটিমকে তার বিছানার উপর থাকা বালিশ দিয়ে নাক ও মুখের উপর চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তী সময়ে ভিকটিমের নাকে থাকা ১টি নাকফুল, আলমারীর ড্রয়ার হতে ৪টি রুপার তৈরি নুপুর, ১টি রুপার তৈরি হার, ১টি SAMSUNG J4 plus মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত লুণ্ঠিত গহনা সামগ্রী খিলগাঁও থানার পশ্চিম নন্দিপাড়ার মাতবর গলির ভাই ভাই জুয়েলার্সের মালিক মাসুদ রানার নিকট ৮,৬০০ টাকায় বিক্রি করে। এঘটনায় ভাই ভাই জুয়েলার্সের মালিক মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। ভাই ভাই জুয়েলার্সের মালিক মাসুদ রানার দোকান থেকে ভিকটিমের ব্যবহৃত ১টি নাকফুল, আলমারীর ড্রয়ার হতে নেয়া ৪টি রুপার তৈরি নুপুর, ১টি রুপার তৈরি হার উদ্ধার করা হয়েছে বলেন গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।