চীনা কোম্পানির মালিকানাধীন অ্যাপ টিক টক যুক্তরাষ্ট্রে বন্ধ করার জন্য আবারও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ আগস্ট) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে তার। শুক্রবার (৩১ জুলাই) এয়ারফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, গুপ্তচরবৃত্তির হাতিয়ার হিসেবে টিক টক ব্যবহার করছে চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘টিক টকের ব্যাপারে এটুকু বলতে পারি যে এটিকে যুক্তরাষ্ট্রে আমরা নিষিদ্ধ করছি।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মাইক্রোসফট কিংবা অন্য কোনও কোম্পানির সঙ্গে এটির বেচা-কেনা সংক্রান্ত যে চুক্তির কথা আপনারা শুনছেন তা হচ্ছে না। আমরা একীভূতকরণ কিংবা অধিগ্রহণ করছি না।’
বাইট ড্যান্স নামে একটি চীনা সংস্থার অ্যাপ এই টিক টক। গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও আইনপ্রণেতারা অভিযোগ করে আসছেন টিক টক অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছে। বাইট ড্যান্স বরাবরই দাবি করে আসছে, তারা কোনও তথ্য চুরি করছে না। টিক টকের মুখপাত্র সম্প্রতি ব্লুমবার্গকে বলেন, ‘মার্কিন সিইও-র নেতৃত্বে চলে টিক টক। যুক্তরাষ্ট্রজুড়ে এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে শতাধিক কর্মী