যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগান অঙ্গরাজ্যে সমাবেশ করতে অনুমতি চেয়েছেন কিন্তু মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার তাকে সমাবেশ করার অনুমতি দেননি। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কথাটি।
ট্রাম্প বলেন, ‘যেসব রাজ্যে ডেমোক্র্যাট ক্ষমতায় রয়েছে, সেসব রাজ্যে আমরা সমাবেশ করার অনুমতি পাচ্ছি না। মিশিগান গভর্নরকে বলেছিলাম, আমি মিশিগানে বড় একটি সমাবেশ করতে চাই। কিন্তু আমাকে সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।
গভর্নরের নিষেধাজ্ঞার মধ্যেই মিশিগানে সমাবেশ দ্রুত করতে চাই। যদিও তা খুবই কঠিন হবে, তবে আমরা সেখানে সমাবেশের জন্য জমায়েত হবোই।
গত জুনে এপির এক প্রতিবেদনে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইমার বলেছিলেন, এই মহামারির মধ্যে প্রিসিডেন্ট ট্রাম্প মিশিগানে কোনো সমাবেশ করতে চাইলে, তাকে থামানো হবে। কারণ রাজ্যে বর্তমানে করোনাভাইরাস বিস্তার রোধে জনসমাবেশে সীমাবদ্ধতা রয়েছে। ২০১৬ সালের নির্বাচনে মিশিগানে ১০ হাজার ৭৯৪ ভোট বেশি পেয়ে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে মিশিগান রাজ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে বাইডেন।