ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিলের দাবিতে ও ভারতজুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে আগামী ২৩ এপ্রিল ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এক ভিডিওবার্তায় খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক প্রতিবেশি দেশ ভারতে মুসলিমদের উপর অবর্ণনীয় জুলুমের প্রতিবাদে বাংলাদেশের মুসলিমসহ সকল নাগরিককে এই গণমিছিলে অংশগ্রগণের উদাত্ত আহবান জানান। তিনি ১৯৯২ সালে বাবরী মসজিদের শাহাদাতের প্রতিবাদে তাওহীদী জনতার লংমার্চ ও অতিসম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সম্মিলিত কর্মসূচির উদাহরণ টেনে দল মত নির্বিশেষে সকলকে ঈমানী দায়িত্ব পালনার্থে গণমিছিলে অংশগ্রহণের আহবান জানান।
এর আগে গত ১২ এপ্রিল পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। ১৩ এপ্রিল দুপুরে মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ মিডিয়াকে এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা মামুনুল হক। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।