আগামী বছর অর্থাৎ ২০২২ সালেই বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন বিল গেটস। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পোল্যান্ডের স্থানীয় দৈনিক গ্যাজেটা উইবোরকজা এবং টেলিভিশন চ্যানেল টিভিএস২৪-কে দেয়া সাক্ষাতকারে তিনি এই আশার বাণী শোনান।
স্বাভাবিক হওয়ার এই আশা দেখছেন করোনা টিকা আবিস্কার এবং প্রয়োগ শুরু হওয়ার কারণে। বিল গেইটস টিকা আবিস্কারকে মহামারী সময়ে একমাত্র সুখবর উল্লেখ করে বলেছেন, এই মহামারী অবিশ্বাস্য রকমের এক ট্র্যাজেডি। আমি মনেকরি, ২০২২ সালের শেষ নাগাদ বিশ্ব পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরবে।
বিল গেটস বৃহৎ এক ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক, বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা । ২০১৪ সালে মাইক্রোসফটের চেয়ারম্যানের পদ থেকে সরে যান তিনি। জনকল্যাণকর কাজের মাধ্যমে বিশ্ব ও সমাজে ব্যাপক প্রভাব ফেলছেন নিজের প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে।
বিশ্বের দারিদ্রপীড়িত দেশগুলোতে স্বল্পমূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন জোট গাভির বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও অর্থ সহায়তা দিয়েছে বিল গেটসের এই ফাউন্ডেশন। এই জোটের মাধ্যমে দারিদ্রপীড়িত দেশগুলোতে ২০০ কোটি ডোন ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র : রয়টার্স