কেউ কারও আপন হয় না- আপন করে নিতে হয়
আমরা মানুষ ! আমাদের জীবনের এক হিসেবে দীর্ঘ আবার অন্য হিসেবে ক্ষণিকের। এই সময়ে অনেক কিছু দেখি, অনেক কিছু শিখি। অনেক আনন্দ বেদনা, দুঃখ কষ্ট, সুখ, অভাব অভিযোগ অভিমান অভিজ্ঞতা আমাদের থলিতে জমা হয়। এর মাঝে কিছু ভুলে যাই, কিছু মনে রাখি, কিছু গোপনে রাখি, আবার কিছু প্রকাশ্যে রাখি।
মানুষ বিচিত্র প্রাণী। দুঃখকে কাছে টানে সুখ কে দূরে সরায়। অথচ সারাদিনে অসংখ্য সুখের ঘটনা হচ্ছে এগুলো মনে না রেখে সারাদিনের একটুখানি দুঃখটাকে কোলবালিশ বানিয়ে নির্ঘুম কাটিয়ে দেয়।
অথচ সারাদিনের ছোট ছোট সুখের ঘটনা গুলো একসাথে করলে দেখা যায় জীবন কত সুন্দর। একটি অপরিচিত শিশুর সাথে একটু হাসি বিনিময়ও কত শান্তির।একজন বন্ধুর সাথে দু’মিনিট কথা বলতে পারলে দিনটাই ভাল যায়। পরিবারের লোকের সাথে প্রাণখোলা তিরিশ মিনিট হাসিখুশি সারাদিন হয়ে অনুপ্রেরণা দিবে কাজ করার। প্রিয় মানুষের দু’একটা মত বিনিময়ে জটিল সমস্যার সমাধান হয়।
সত্যি সত্যিই কেউ কারও আপন হয় না – আপন করেই নিতে হয়।