1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

একদিন সব ভুলে যাবো শুধু তোমাকে ছাড়া- মাসুদা তোফা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

ভালবাসতে বাসতে তোমাকে না পেলে

সব ছেড়ে উড়াল দেবো শূন্যে।

একদিন চুপটি করে ঝড়ো হাওয়া হয়ে যাবো
দূর আকাশে।

একদিন দেব ডুব পূর্ণিমার আলোয় ভাটির টানে।
আমাকে খুঁজে পাবে না, একদিন ভালোবাসাহীন।
একদিন একটা প্রজাপতি হঠাৎ বলে যাবে
সে এসেছিলো।

অমনি আঁখির কোণে খুশির আলো জ্বলে উঠবে, বাতাসে হাসির বন্যা।
একদিন অঝোর বৃষ্টিতে তোমাকে হঠাৎ ছুঁয়ে দেব।
তুমি টেরই পাবে না, যেন ঝড়ো মাতাল হাওয়া এক ঝলক ছুঁয়ে দিয়ে পাগলপারা ।

একদিন তুমি ফিরবে হতাশ মলিন চেহারায়,
ভালোবাসা চাইবে।
বলবে, ভুলগুলো শুধরে নিতে চাই, সময় দিবে ?
তখন আমার পড়ন্ত বিকেল তবুও সব ভুলে যাব।
ফিরে যাব তেত্রিশ বছর আগের কোনো এক স্মৃতির বিকেলে।
তারপর একদিন সব ভুলে যাবো, শুধু তোমাকে ছাড়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com