দীর্ঘ প্রায় ১৮ বছর গুম হত্যা জেল জুলুম জণগনের মুখের ভাষা ইত্যাদি এক স্বৈরাচার দেশ পরিনত করেছিলো হাসিনা।
আজকের বিএনপি দেশ নেত্রী যদি চিন্তা করতেনএই ১৮ বছর আরাম আয়াশে কাটাবেন তাও তিনি পারতেন কিন্তু আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ১৮ কোটি জনগনের চিন্তা করে কখনো মাথা নত করেন নি আমার বিশ্বাষ মৃত্যের আগ পযন্ত তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না এবং উনার জীবন কাহিনী ও সংগ্রাম এটাই জানান দেয়।
দেশ নেত্রী জানতেন হাসিনার ফাদে পড়লে বাংলার মানুষ আর ঘুরে দাড়াতে পারবেন না।
দেশের গনতন্ত কোনোদিন ফিরে আসবে না।
এক মাস ১ বছর ১ যুগ নয় দেড় যুগ ধরে তিনি শারীরিক সংকট নিয়েও এই স্বৈরাচারী হাসিনার সাথে কখনো আপোষ না করে রাজপথে জিয়ার সৈনিক দের লড়াই চালিয়ে যেতে বলেছেন।
নিজের চিন্তা নয় ১৮ কোটি জনগনের মুক্তির জন্য।
অসংখ্য জনগন ও বিএনপির লক্ষ লক্ষ মানুষ নিপিড়ীত হয়েছেন যার অংক জানা নেই।
হাসিনার আমল লিখলেও শেষ হবে না।
দীর্ঘ ১৮ বছর গনতন্ত্রের জন্য লড়াই করে বিএনপি আজ জণগনের কাছে সবচেয়ে প্রিয় দল, যার অবদান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার।
আমি ধন্যবাদ জানাই বাংলার এই সাহসী ছাত্রদের।
যাদের জন্য আজ দেশ গনঅভুথ্বান হয়েছে।
সেই সাথে গভীর শোক প্রকাশ করছি যাদের রক্তের বিনিময়ে আজ এই স্বাধীন বাংলা।
পক্ষান্তরে চিন্তা করেন বিভিন্ন গনমাধ্যাম সুত্র বলে এই হাসিনাকে অনেক দেেশ ভিসা বাতিল এমন কি কেউ তাকে রাজনৈতিক আশ্রয় পযন্ত দিতে চাচ্ছে না।
ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তিনি হাসিনা বেচে আছেন কিন্তু এই বেচে থাকার অর্থ ধীরে ধীরে মৃত্যের সাথে লড়াই করা।
মানুষের মৃত্যে একবারই হয় কিন্তু তার মৃত্যে হবে প্রতিটি মুহুর্তে ভয়ংকর রুপ ধারন করে।
আজ এই পযন্ত
লেখক:
মাসুম মোল্লা