আমি স্বাধীনতার সোনার বাংলায়,
ধর্ম বর্ণ সব মানুষের স্বাধীন চাই।
আমি স্বাধীনতার মুক্তি চাই…
আমি স্বাধীনতার শত বাধা,
ভেঙে ফেলে স্বস্তি চাই।
আমি মুক্ত মনে বিশ্ব পানে,
আমি স্বাধীনভাবে বাঁচতে চাই।
আমি স্বাধীনতার সোনার বাংলায়,
বুক ফুলিয়ে নিজের মতো চলতে চাই।
আমি স্বাধীনতার সোনার বাংলায়,
আমি সত্যিকারের স্বাধীন চাই।
আমি স্বাধীনতার স্বাধীন নামে…
স্বাধীনতার পূর্ণমান পেতে চাই।
আমি মুক্ত মনে স্বাধীন ভাবে,
আমার বাংলা ভাষার স্বাধীন চাই।
স্বাধীনতার যুদ্ধে আমরা অনেক প্রাণী হারিয়েছি,
হারিয়েছি অনেক মা বোনের আত্মসংঙ্গম…
আজ বড় ক্লান্তি আর নয় যুদ্ধ চাই শুধু শান্তি।