এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এগিয়ে যাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।