রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে সুমন প্রকাশ কানা সুমন নামে (৩৩) এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সুমন ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান এক নম্বর এলাকায় শুটিং ক্লাবের সামনে রাস্তায় দাঁড়ানো সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন ইউনিয়নের সালাইপুরে। তার বাবার নাম মাহফুজুর রহমান। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর মহাখালী এলাকায় ভাড়া বাসায় থাকেন। কিলিং মিশনের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।